শিরোনাম
২৪ জানুয়ারি, ২০১৮ ১৭:২৫

সিরিয়ায় রাসায়নিক হামলায় জড়িতের অভিযোগ নাকচ রাশিয়ার

অনলাইন ডেস্ক

সিরিয়ায় রাসায়নিক হামলায় জড়িতের অভিযোগ নাকচ রাশিয়ার

সিরীয় সরকারের সাম্প্রতিক রাসায়নিক হামলার সঙ্গে জড়িত থাকার মার্কিনী অভিযোগ রাশিয়া নাচক করে দিয়েছে। বুধবার রাশিয়া নতুন করে এই ঘটনার ‘সম্পূর্ণ নিরপেক্ষ’ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষ মুহূর্তে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কঠোর সমালোচনা করেন। 

এই ঘটনার জন্য সিরিয়াকে অভিযুক্ত করায় তিনি টিলারসনের সমালোচনা করেন।

ইস্টার্ন গুতায় ওই ঘটনায় স্থানীয়দের শ্বাসকষ্ট দেখা দেয় বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। এই ঘটনার জন্য ‘সিরীয় সরকারকে’ দায়ী করা হয়েছে। 

নেবেনজিয়া আরও বলেন, ‘এখন তারা এই ঘটনার সঙ্গে রাশিয়াকে জড়ানোর চেষ্টা করছে।’ 

সিরিয়ার রাসায়নিক হামলাকারীদের অপরাধী হিসেবে অভিযুক্ত ও তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য প্যারিসে ২৯ দেশের কূটনৈতিকদের বৈঠকের পর তার এই মন্তব্যটি এলো।

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর