১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:০৫

বিশ্বের সবচেয়ে বড় গবেষণাকেন্দ্র নির্মাণ করবে চীন

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় গবেষণাকেন্দ্র নির্মাণ করবে চীন

দক্ষিণ চীন সাগরে চালকহীন জাহাজ নিয়ে গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র নির্মাণ করবে বেইজিং। গোলযোগপূর্ণ এ অঞ্চলে চীন নিজ উপস্থিতি জোরদারের করার লক্ষ্য এটি তৈরি করবে চীন।

ওয়ানশান  মেরিন টেস্ট ফিল্ড নামের এ কেন্দ্রটি দক্ষিণ চীন সাগরের অন্যতম একটি প্রবেশ মুখে তৈরি করা হবে। দক্ষিণাঞ্চলীয় চীনা প্রদেশ গুয়ানডংয়ের জুহাইয়ের কাছে এ কেন্দ্র নির্মাণ করা। তিনশ' বর্গ মাইল জুড়ে এ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছে চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীন গত মাসে চালকবিহীন গাড়ি নামিয়েছে বলে ইংরেজি ভাষী দৈনিক পিএলএ ডেইলি খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক দিন পরই এ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিল বেইজিং। সামরিক এবং বেসামরিক উভয়ই কাজেই ব্যবহার করা যাবে চীনের নির্মিত চালকহীন যান।

বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর