১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:২৭

মিসাইল বহনে সক্ষম ড্রোন তৈরি করছে পাকিস্তান!

অনলাইন ডেস্ক

মিসাইল বহনে সক্ষম ড্রোন তৈরি করছে পাকিস্তান!

সংগৃহীত ছবি

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) গ্যাস পাইপলাইন, সেনসিটিভি ইনস্টলেশন, ব্রিজ, ড্যাম এবং সীমান্তে নজরদারি চালাতে এবার পাকিস্তান জোর দিচ্ছে তার আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশীয় ড্রোনে। যার নাম- 'ইউক্যাব'(Uqab)।

এই ড্রোনটি পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (GIDS) তৈরি করেছে, যা ১৫ঘন্টা পর্যন্ত টানা উড়তে সক্ষম হবে। পাশাপাশি মিসাইল বহন করে তা শত্রুর ওপর নিক্ষেপ করতেও পারবে এই ড্রোন।

তবে এই ড্রোনটি রিমোট কন্ট্রোলে ২৫০কি.মি. সীমার মধ্যে উড়তে পারবে। স্যাটেলাইটের সঙ্গে এটি যুক্ত করার পর রেঞ্জ কমানো যেতে পারে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে বসেই সারা বিশ্বে নজরদারি চালানো সম্ভব বলে জানা গিয়েছে।

অন্যান্য দেশের ড্রোনের থেকে এই পাকিস্তানি ড্রোনে রয়েছে বেশ কিছু অন্যধরনের বৈশিষ্ট্য। নজরদারি ছাড়াও, শত্রুর ওপর হামলার কাজেও ব্যবহৃত হতে পারে এই ড্রোনটি। খুব শীঘ্রই এই ড্রোন বিক্রির প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গিয়েছে।

বিডিপ্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর