১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:১৯

'ফলাফল দেখে রাশিয়ানরা হাসছে'

অনলাইন ডেস্ক

'ফলাফল দেখে রাশিয়ানরা হাসছে'

ফাইল ছবি

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ফলাফলে কোনো প্রভাব ফেলেনি বলে আবারও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তদন্তের এই ফলাফল দেখে রাশিয়ানরা হাসছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে রবিবার টুইটার বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়ার লক্ষ্য যদি হয় যুক্তরাষ্ট্রে বিরোধ বা গোলামাল সৃষ্টি করা তাহলে তো তারা সফলতা পেয়েছে। তারা সেটা করতে সক্ষম হয়েছে। তদন্তে এমন প্রমানই পাওয়া গেল। এতে বোঝা যায়, যতো শুনানি আর তদন্ত সবই বৃথা। পাশাপাশি, হোয়াইট হাউস বলেছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজস ঘটেনি।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন নির্বাচনে হস্তক্ষেপে ১৩ জন রাশিয়ানের বিরুদ্ধে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তে অভিযোগ মিলেছে। অভিযোগ রয়েছে- তিন রাশিয়ান কোম্পানির বিরুদ্ধেও। যারা ট্রাম্পের পক্ষে নির্বাচন প্রভাবান্বিত করতে কাজ করেছে। 

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর