১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৩৭

হাসপাতালের রোগীকে পানির বদলে দেওয়া হল অ্যাসিড

অনলাইন ডেস্ক

হাসপাতালের রোগীকে পানির বদলে দেওয়া হল অ্যাসিড

প্রতীকী ছবি

হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রায়শই শোনা যায়। কিন্তু তাই বলে এমন অভিযোগ আগে কখনও কেই শুনেছে বলে মনে হয় না। রোগীকে পানির বদলে দেওয়া হল অ্যাসিড। আর সেই অ্যাসিড খেয়েই মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মুজাফফরপুরে।

জানা যায়, শ্যামলী দেবী নামে সেই মহিলা শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে তিনি হাসপাতালের কর্মীদের কাছে পানি খেতে চান। কিন্তু কর্মীদের দেওয়া পানি খাওয়ার পরেই প্রবল অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় প্রচণ্ড বমি। তার পরেই মৃত্যু হয় তার।

পরে পুলিশি তদন্তে জানা যায়, তাকে পানির বদলে অ্যাসিড দেওয়া হয়েছিল। পানি ভেবে সেই অ্যাসিড খাওয়ার পরেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় তার বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে হাসপাতালের গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে সেই হাসপাতালের এক চিকিৎসক ও এক কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিভাবে কোনও হাসপাতালের কর্মী এমন কাণ্ড ঘটাতে পারে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর