১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:২৮

হাইতির রাজধানীতে ফের মার্কেটে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

হাইতির রাজধানীতে ফের মার্কেটে অগ্নিকাণ্ড

হাইতির রাজধানীতে রবিবার একটি টেক্সটাইল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পোর্ট-অ-প্রিন্সের ঐতিহ্যবাহী একটি বাজারে অগ্নিকাণ্ডে বাজারটি আংশিকভাবে পুড়ে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সর্বশেষ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিক-ভাবে অগ্নিকাণণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে, রাজধানীর মেয়র হাইতির জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য দু:খ প্রকাশ করেছেন।

এ ধরণের ঘটনার মধ্যদিয়ে এটাই প্রতীয়মান হচ্ছে যে কর্তৃপক্ষ জন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কিছু অগ্নি নির্বাপক গাড়ি পাঠিয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পানির ট্যাংকার, পুলিশ ও জাতিসংঘ মিশনের অনেক গাড়ি ব্যবহার করা হয়। সাধারনত বিক্ষোভ দমনে পুলিশ ও জাতিসংঘের এসব গাড়ি জলকামান হিসেবে ব্যবহার করা হয়।

সূত্র: বাসস

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর