১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৩৮

মালদ্বীপে ফের জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

মালদ্বীপে ফের জরুরি অবস্থা জারি

আরও ১৫ দিন জরুরি অবস্থা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপ রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন। বুধবার সংসদের ডেপুটি সেক্রিটারি জেনারেল ফতমাত নিউসা জানিয়েছেন, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সে ক্ষেত্রে আরও ১৫ দিন জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন আবদুল্লা।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য দেশে জরুরি অবস্থা জারি করেন আবদুল্লা ইয়ামিন। দেশটির সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন রাষ্ট্রপতিকে দেশে ফেরানোর জন্য এবং রাজবন্দিদের মুক্তি করে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বিরোধীদের পুনরায় বিভিন্ন পদে বহাল রাখারও পরামর্শ দেন। এই রায়ের পর উল্টে বিচারপতিদের গ্রেফাতার করে ইয়ামিন প্রশাসন। জরুরি অবস্থা শেষ হচ্ছে মঙ্গলবার। 

অন্যদিকে, রবিবার মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি তুলে সাহায্যের আর্জি জানান তিনি।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর