২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৫৪

সিরীয় বাহিনীর হামলায় ৭৭ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক

সিরীয় বাহিনীর হামলায় ৭৭ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর বোমা হামলায় অত্যন্ত ৭৭ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানা গেছে। সিরীয় বাহিনী বিরোধীদের হাতে থাকা একটি অঞ্চল দখলে নিতে ব্যাপক বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা অনলাইন। 

জানা গেছে, রবিবার সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পূর্ব গউতা অঞ্চলে আসাদ বাহিনী বিমান হামলা ও কামান দিয়ে গোলাবর্ষণ করলে অত্যন্ত ২০ শিশু নিহত হয়। এ সময়ে আরও তিন শতাধিক লোক আহত হন।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) প্রধান রামি আবদেল রহমান বলেন, পূর্ব গউতা অঞ্চলের আবাসিক এলাকায় সিরীয় বাহিনী ভারী গোলাবর্ষণ করেছে। এসওএইচআর আরও জানায়, সরকারি বাহিনী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিতে রবিবার থেকে ভারী গোলাবর্ষণ করেছে। 

এদিকে স্থানীয় এক চিকিৎসক বলেন, আবাসিক এলাকায় সরকারি বাহিনী যা কিছু নড়তে দেখেছে, তাতেই গুলি ছুড়েছে। আমাদের হাসপাতালগুলো আহত লোকে ভরে গেছে। আমাদের অনুভূতিনাশক ও অন্যান্য ওষুধ ফুরিয়ে গেছে।

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর