২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:০০

মালদ্বীপে বিরোধী দলের ১২ পার্লামেন্ট সদস্য বহিষ্কার

অনলাইন ডেস্ক

মালদ্বীপে বিরোধী দলের ১২ পার্লামেন্ট সদস্য বহিষ্কার

মালদ্বীপের মজলিশ হাউজ

মালদ্বীপের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই দেশটির বিরোধী দলের ১২ পার্লামেন্ট (মজলিশ) সদস্যকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ক্ষমতা পাকাপোক্ত করা সংক্রান্ত একটি পার্লামেন্ট ভোটাভুটির আগে তাদের বরখাস্ত করা হয়। 

এর আগে রবিবার দেশটির সুপ্রিমকোর্ট ওই মজলিশ সদস্যদের মুক্তি ও পুনরায় পদে বহাল রাখার জন্য দেয়া আগের আদেশ প্রত্যাহার করে নেয়। মূলত, শীর্ষ আদালতের ওই রায়কে কেন্দ্র করেই দেশটিতে চরম রাজনৈতিক সংকট তৈরি হয়।

এদিকে আরও ১৫ দিন জরুরি অবস্থা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপ রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন।  সংসদের ডেপুটি সেক্রিটারি জেনারেল ফতমাত নিউসা জানিয়েছেন, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সে ক্ষেত্রে আরও ১৫ দিন জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন আবদুল্লা।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য দেশে জরুরি অবস্থা জারি করেন আবদুল্লা ইয়ামিন।  

বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর