২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:২৮

'ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেয়া হবে'

অনলাইন ডেস্ক

'ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেয়া হবে'

ফাইল ছবি

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইসরাইল-লেবানন সম্পর্ক। আর তারই জের ধরে ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন। এছাড়া, আগ্রাসন মোকাবেলায় সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার এক টুইটার বার্তায় জেনারেল আউন আরও বলেন, যত বড় আঘাতই আসুক না কেন, লেবাননের সেনাবাহিনী ইসরাইলি হামলা মোকাবেলা করবেই।

উল্লেখ্য, এর আগে লেবাননের সেনাপ্রধান বলেছেন, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতায় দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবানন সীমান্তে দেয়াল নির্মাণের পদক্ষেপ নিয়েছে এবং সাগরে লেবাননের গ্যাস ক্ষেত্রের ওপর মালিকানা দাবি করেছে।

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর