২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০৬:৪৭

নিয়ন্ত্রণরেখা ঘেঁষে উড়ল পাকিস্তানি চপার, সতর্ক ভারত

অনলাইন ডেস্ক

নিয়ন্ত্রণরেখা ঘেঁষে উড়ল পাকিস্তানি চপার, সতর্ক ভারত

ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার ভারতীয় আকাশসীমার নিয়ন্ত্রণরেখার একেবারে কাছ থেকে ঘুরে গেল পাকিস্তানি চপার। 

জানা গেছে, নিয়ন্ত্রণরেখার ৩০০ মিটারের মধ্যে অনুপ্রবেশ করে একটি পাক চপার। এই ঘটনা দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে যেন হুঁশিয়ারি দিয়ে গেল ইসলামাবাদ। যে চপারটি এদিন নিয়ন্ত্রণরেখার কাছে চলে আসে সেটি মূলত একটি পাক এমআই-১৭ হেলিকপ্টার। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চপারটি ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পাওয়া খবরে, চপারটি আকাশসীমা লঙ্ঘন করলেও গোলাগুলি চালায়নি। ভারতের পক্ষ থেকেও চপারটি গুলি করে নামানো হয়নি। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার গালপুর সেক্টরের কাছাকাছি চলে আসে চপারটি। অথচ, নিয়ম মোতাবেক এই এলাকার ১ কিলোমিটার আশেপাশে কোনো বিমানের ওড়ার অনুমতি নেই। 

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি অনুযায়ী, নিয়ন্ত্রণরেখার ১০ কিলোমিটারের মধ্যে কোনো দেশই তাদের যুদ্ধবিমান ওড়াতে পারে না। আর চপারের ক্ষেত্রে এক কিলোমিটার পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা রয়েছে।

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর