২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৮:৫৩

আবারও উত্তপ্ত বিতর্কিত চীন সাগর, 'প্রাচীর' গড়ছে বেইজিং

অনলাইন ডেস্ক

আবারও উত্তপ্ত বিতর্কিত চীন সাগর, 'প্রাচীর' গড়ছে বেইজিং

বিতর্কিত দক্ষিণ চীন সাগর ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। জানা গেছে, বিতর্কিত ঐ অঞ্জলে নিজেদের আধিপত্য বিস্তারে এবার ‘Great Underwater Wall’ তৈরি করছে চীনা বাহিনী। পাশাপাশি জাহাজ এবং সাবসারফেস সেন্সরের মধ্যে একটি নেটওয়ার্কও তৈরি করছে বলে জানা গেছে। এতে এই বিতর্কিত এলাকায় বিদেশি জাহাজের গতিবিধি এবং অন্যান্য সাবমেরিনের ওপর নজর রাখতে সুবিধা হবে।

জানা গেছে, চীন তার হাইনান পাওয়ার গ্রিড ইন্টার কানেকশন প্রজেক্ট সম্পূর্ণ করেছে। সাবমেরিন কেবলটি কিয়ংঝাউ স্ট্রেইট এবং হাইনান প্রদেশের লিনসি আইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। তবে পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) তাদের গতি ১০নটস-এর মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিয়ংঝাউ স্ট্রেইটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনোরকম ছবিও তুলতে নিষেধ করা হয়েছে।

এদিকে, হাইনান স্ট্রেইটে সমস্ত বিদেশি জাহাজের প্রবেশ নিষেধ। অন্যদিকে চীনা জাহাজ সেখানে প্রবেশের ৪৮ঘন্টা আগে অনুমতি নিতে হবে। সেইসঙ্গে রাডারের ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রয়োজনে বিশেষ অনুমতিতে তা ব্যবহার করা যেতে পারে।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর