২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৪৭

নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পারমাণবিক যুদ্ধের পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। তারই অংশ হিসেবে এরই মধ্যে কিমের দেশের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

নতুন এ নিষেধাজ্ঞাকে 'উত্তর কোরিয়ার শাসনব্যবস্থার ওপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা' অ্যাখ্যা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। কনজারভেটিভ পলিটিকাল কনফারেন্সেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে।

এদিকে নতুন নিষেধাজ্ঞার আওতায় কী থাকবে, তা এখনো নিশ্চিত করে বলা হয়নি। তবে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার বিস্তারিত জানাবে বলে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর