২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০২:৪৬

তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার পরিকল্পনা

অনলাইন ডেস্ক

তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার পরিকল্পনা

বায়তুল মুকাদ্দাস শহরে পবিত্র আল-আকসা মসজিদ

আগামী মে মাসে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, দূতাবাসের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারি তেল আবিবে থাকবেন। তিনি বলেন, আগামী মে মাসে আমরা রাষ্ট্রদূত ও ছোট একটি টিমকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেব। 

বর্তমানে বায়তুল মুকাদ্দাস শহরে আরনোনা নামে একটি ভবনে মার্কিন কন্স্যুলেট জেনারেলের কার্যালয় রয়েছে।

মার্কিন ওই কর্মকর্তা জানান, মে মাসে যা ঘটবে তা হচ্ছে বর্তমান কনস্যুলেট ভবনকে আমেরিকার দূতাবাস বলে ঘোষণা করা হবে। অন্য এক মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, পরে বায়তুল মুকাদ্দাস শহরে নতুন দূতাবাস ভবন নির্মাণ করা হবে।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরায়েলকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর তিনি ঘোষণা করেন, তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে। 

ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয় এবং আমেরিকা তাতে ব্যাপকভাবে পরাজিত হয়।

বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর