২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:০৪

সিরিয়ার অস্ত্রবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ম্যাক্রোঁ-মার্কেল

অনলাইন ডেস্ক

সিরিয়ার অস্ত্রবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ম্যাক্রোঁ-মার্কেল

ফাইল ছবি

ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রবিবার সিরিয়ায় জাতিসংঘের অস্ত্রবিরতি বাস্তবায়নের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে ৩০ দিনের অস্ত্রবিরতির দাবি জানানো হয়। এরপরই এই বৈঠকের ঘোষণা দেয়া হয়।
তিন নেতার আলোচনায় ‘সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক রোডম্যাপ ও প্রস্তাবের শর্ত বাস্তবায়নই’ প্রাধান্য পাবে।

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় ঘৌতায় বাশার বাহিনীর প্রচণ্ড বোমা বর্ষণে এক সপ্তাহে পাঁচ শতাধিক বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। দামেস্কের কাছেই ঘৌতা অবস্থিত।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর