২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:১৯

সিরিয়ার আকাশে পঞ্চম প্রজন্মের রুশ যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

সিরিয়ার আকাশে পঞ্চম প্রজন্মের রুশ যুদ্ধবিমান

সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে হামলার কথা বলে দেশটিতে অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-২২ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এই পদক্ষেপের পরেই এবার সিরিয়ায় সর্বাধুনিক দুটি যুদ্ধবিমান পাঠাল রাশিয়া। রাশিয়া সরকার বিমান মোতায়েনের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

জানা যায়, রাশিয়ার দুটি এসইউ-৫৭ বিমানকে সিরিয়ার আকাশে দেখা গেছে। পরে বিমান দুটি পরে লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে নামে। এসইউ-৫৭ হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।

এদিকে এ ব্যাপারে রুশ সংসদের সামরিক শিল্প বিষয়ক কমিটির সভাপতি ভ্লাদিমির গুতেনভ বলেছেন, এ খবরকে আমরা সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি। এ পদক্ষেপ সন্দেহাতীতভাবে সিরিয়ার প্রতিবেশী কিছু দেশকে রাজনৈতিক বার্তা দেবে যারা মাঝেমধ্যেই সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে। যুদ্ধপরিস্থিতিতে এসইউ-৫৭ বিমানের পরীক্ষা করা প্রয়োজন, সে কাজটি এখন সম্পন্ন হবে।
 
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর