২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:২২

২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করতে পারবে না কাতার : সৌদি

অনলাইন ডেস্ক

২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করতে পারবে না কাতার : সৌদি

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী তুর্কি আল-শেখ বলেছেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে পারবে না কাতার; তার কাছ থেকে সে অধিকার কেড়ে নেয়া হতে পারে। 

শনিবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি প্রস্তাব করেছেন, ব্রিটেন অথবা আমেরিকা ওই অনুষ্ঠানের আয়োজক দেশ হতে পারে। তুর্কি আল-শেখ কোনো রাখঢাক না করে সুস্পষ্টভাবে বলেছেন, আমি খুবই খুশি হব যদি ব্রিটেন কিংবা আমেরিকা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করে। 

তিনি আরও বলেন, যদি কোনো নৈতিক স্খলনের ঘটনা ঘটে তাহলে কাতার সরকারকে তার পরিণতি বরণ করার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে।

কাতারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে- দুর্নীতির মাধ্যমে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ হয়েছে। এ অভিযোগের বিষয়ে আগামী সেপ্টেম্বর মাসে ফিফার পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এদিকে, জার্মান ম্যাগাজিন 'ফোকাস' এরইমধ্যে রিপোর্ট প্রকাশ করেছে যে, কাতারকে স্বাগতিক দেশ হওয়ার অধিকার কেড়ে নেয়া হবে। ম্যাগাজিনটির সঙ্গে সৌদি ক্রীড়ামন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর