২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:১০

মেক্সিকোর প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর বাতিল

অনলাইন ডেস্ক

মেক্সিকোর প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর বাতিল

ফাইল ছবি

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো তাঁর ওয়াশিংটন সফর বাতিল করেছেন। এই সফরে তাঁর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা নিয়ে সম্প্রতি দুই নেতার মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সফর বাতিল করা হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, আগামী মার্চে পেনা নিয়েতোর যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল। তবে গত ২০ ফেব্রুয়ারি দুই নেতার মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সফর বাতিল করা হয়েছে।

সফর বাতিলের খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। দুই দেশের কর্মকর্তারাই পত্রিকাটিকে জানায়, পেনা নিয়েতো চাইছিলেন, ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিন যে দেয়াল নির্মাণে মেক্সিকো অর্থ দেবে না। ট্রাম্প বিষয়টিতে রাজি না হওয়ায় সফর বাতিল করেছেন পেনা নিয়েতো। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, এমন পরিস্থিতিতে বৈঠক হলে তা উল্টো ফল বয়ে আনত।

বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর