১৬ মার্চ, ২০১৮ ১৪:৪৬

শিক্ষার্থীর মৃত্যু, ব্রিটেনের সঙ্গে মিশরের কূটনৈতিক বিরোধ

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীর মৃত্যু, ব্রিটেনের সঙ্গে মিশরের কূটনৈতিক বিরোধ

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে মিশরের সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক বিরোধের জন্ম দিয়েছে। মারিয়াম মোস্তফা (১৮) নামের ওই শিক্ষার্থীকে বেশ কয়েকবার আঘাত করা হয় এবং টানতে টানতে ২০ মিটার নিয়ে যাওয়া হয়। মিশরের ওই শিক্ষার্থীর ওপর একটি 'বর্ণবাদী' নারী সন্ত্রাসী বাহিনী হামলা চালায়।

ঘটনায় সময় ইংল্যান্ডের নটিংহাম সিটি সেন্টারের বাসের অপেক্ষায় ছিলেন মারিয়াম। তার পরিবার জানায়, অজ্ঞান হওয়া পর্যন্ত তাকে মারা হয়।

মারিয়ামের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মিশর। এর আগেও মারিয়াম ও তার ছোট বোনের ওপর হামলা হয়েছিল। কিন্তু ব্রিটিশ পুলিশ কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। ২১ ফেব্রুয়ারি মারিয়ামের হামলাটি হয়। এরপর ১২ দিন নটিংহাম সিটি হাসপাতালে কোমায় ছিলেন মারিয়াম। সূত্র: টেলিগ্রাফ

বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর