১৭ মার্চ, ২০১৮ ০৮:৫৮

দ্রুতই ভয়ঙ্কর হয়ে উঠবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার: চীন

অনলাইন ডেস্ক

দ্রুতই ভয়ঙ্কর হয়ে উঠবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার: চীন

ফাইল ছবি

পরমাণু অস্ত্রে ক্রমশই শক্তিশালী হয়ে চলেছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে চলেছে কিমের দেশ। আর তারই জের ধরে এবার এ নিয়ে  নিজেদের এবার চীনের পরমাণু বিশেষজ্ঞরা জানালেন, উত্তর কোরিয়ার হাতে এই মুহূর্তে কমপক্ষে ২০টি পরমাণু অস্ত্র রয়েছে। এমনকি, ২০২০ সালের মধ্যে এই অস্ত্রসম্ভার দ্বিগুণ করার মতো পর্যাপ্ত ইউরেনিয়ামও ওই দেশের সামরিক শক্তির ভাণ্ডারে মজুত রয়েছে বলে জানিয়েছেন তারা৷ চীনা বিশেষজ্ঞদের এই হিসাব মার্কিন বিশেষজ্ঞদের হিসাবকে পিছনে ফেলে দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলেছিলেন, উত্তর কোরিয়ার কাছে ১০ থেকে ১৬টি পরমাণু বোমা রয়েছে বলে তাদের ধারণা। কিন্তু চীনা বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক বছরের মধ্যেই উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডার ভরে উঠবে ৪০টি পরমাণু বোমায়। 

এ ব্যাপারে কূটনীতির বিশেষজ্ঞদের মতে, যেহেতু পুতিনের রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার নতুন করে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি উৎকণ্ঠিত চীন।

বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর