১৭ মার্চ, ২০১৮ ১৪:৫৮

দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, থাকবেন আমৃত্যু

অনলাইন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, থাকবেন আমৃত্যু

চীনের প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি জিনপিং। শনিবার চীনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে তাকে দ্বিতীয় মেয়াদে পুন:নির্বাচিত করা হয়। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা পার্লামেন্টে নেতৃত্বে থাকায় শি জিনপিং’র পুনরায় নির্বাচিত হওয়ার ব্যাপারটি অনেকটাই নিশ্চিত বলে ধরে নেয়া হয়েছিল।

এছাড়া, চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেশটির সাব্কে দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান ওয়াং কিশানকে নির্বাচিত করা হয়েছে।

এর আগে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক ওই অধিবেশনে ২ হাজার ৯৭০ ভোটের সবই পান শি জিনপিং। 

এদিকে, রবিবার চীনের পার্লামেন্টে প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে সংবিধান সংশোধন করা হয়। সর্ব সম্মতিক্রমে অনুমোদন পাওয়া সংশোধিত সংবিধানে প্রেসিডেন্ট’র মেয়াদ সীমা তুলে দেয়া হয়।

যার ফলে চীনের প্রেসিডেন্ট আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবেন বলে ঘোষণা দেয়া হয়। 

উল্লেখ্য, ২০১৩ সালে শি ২ হাজার ৯৫২টি ভোট পেয়েছিলেন। তখন এক সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং তিনজন সদস্য অনুপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর