১৮ মার্চ, ২০১৮ ০১:৩৪

হিজাব খুলতে বলায় পুলিশের বিরুদ্ধে দুই নারীর মামলা

অনলাইন ডেস্ক

হিজাব খুলতে বলায় পুলিশের বিরুদ্ধে দুই নারীর মামলা

এবার নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করলেন দুই জন মুসলিম-আমেরিকান নারী। মুসলিম নারীদের হিজাব খুলতে বলায় তাদের সঙ্গে মামলা করেছে একটি এনজিও-ও।

জানা যায়, দু'টি আলাদা আলাদা ঘটনার জন্য গ্রেফতার করা হয় আরওয়া আজিজ ও জামিলা ক্লার্ককে। অভিযোগ, গ্রেফতারের পর ছবি তোলার জন্য তাদের হিজাব খুলতে বলা হয়। আদালতকে তারা জানিয়েছেন হিজাব খোলার জন্য তাদের জোর করে নিউইয়র্ক পুলিশ। এনিয়ে তারা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেন। তাদের সঙ্গে যুক্ত হয় একটি এনজিও-ও। যেসব নারীরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাদের হয়ে লড়াই করে এই এনজিও।

২০১৭ সালে আজিজকে ব্রুকলিনে গ্রেফতার করা হয়। জেলের মধ্যে আজিজকে হিজাব খুলতে বলা হয়। যাতে কান ও চুল স্পষ্ট দেখা যায়। এ ঘটনায় জেলের আজিজ মধ্যেই কান্নায় ভেঙে পড়েন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর