১৮ মার্চ, ২০১৮ ১১:২৩

ভারতে বিশ্ব বাণিজ্য সংস্থার সভা বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

অনলাইন ডেস্ক

ভারতে বিশ্ব বাণিজ্য সংস্থার সভা বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

ভারতে আয়োজিত বিশ্ব বাণিজ্য সংস্থার সভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয় উচ্চ পর্যায়ের একটি অনানুষ্ঠানিক বৈঠকের পর সভা বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সপ্তাহে বিশ্ব বাণিজ্য সংস্থার ওই সভা হওয়ার কথা রয়েছে।

গত মাসে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী পারভেইজ মালিককে সভায় যোগ দেয়ার আমন্ত্রণ জানায় ভারত। যদিও পাকিস্তান সে আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। সোমবার থেকে সভা শুরু হবে। এতে বহুপাক্ষিক বাণিজ্যের সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে ফের কূটনৈতিক বিরোধ শুরু হয়েছে। তার জের ধরেই পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ নয়া দিল্লিতে নিয়োগ দেয়া কূটনৈতিক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়েছে। কারণ দর্শাতে তারা ভারতের হাইকমিশনারকেও তলব করেছে।

বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর