Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ মার্চ, ২০১৮ ১৪:৫৩ অনলাইন ভার্সন
ব্রিটেনে মুসলিম বিদ্বেষের প্রতিবাদে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ব্রিটেনে মুসলিম বিদ্বেষের প্রতিবাদে বিক্ষোভ
সংগৃহীত ছবি

লন্ডনে বর্ণবাদ ও উগ্রপন্থী আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শনিবার বিক্ষোভকারীরা যুক্তরাজ্যের অক্সফোর্ড সার্কাসের কাছে একত্রিত হয়ে বর্ণবাদ, ইসলাম ও ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানান। খবর আলজাজিরা।

খবরে বলা হয়, মিছিলটি হোয়াইট হলের দিকে এগিয়ে যায়। এ সময়ে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ব্যানার ছিল। ব্যানারগুলোতে 'অভিবাসী ও শরণার্থীদের এখানে স্বাগত ও বর্ণবাদী হামলা বন্ধ কর' সংশ্লিষ্ট কথা লেখা ছিল।

মিছিলে অংশ নেয়া ১৮ বছর বয়সী এই সিরীয় তরুণ বলেন, যুক্তরাজ্যজুড়ে বর্ণবাদ রয়েছে, যা ব্যাপক বৈচিত্র্যময় হওয়ার কারণে অনেক বেশি গোপনীয় অবস্থায় রয়েছে। কখনও কখনও এটি অনেক নোংরাভাবে আমাদের সামনে এসে হাজির হয়। জাতীয়তাবাদ এখন সবার সামনে চলে এসেছে। 

লেবার নেতা ক্লোড মোরেস বলেন, যুক্তরাজ্যে উগ্রপন্থীরা হুমকি হিসেবে দেখা দিয়েছে। এখানে মুসলিমবিরোধী জনপ্রিয়তা তুঙ্গে। ইহুদি বিদ্বেষীদের সংখ্যাও বাড়ছে।

বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow