১৯ মার্চ, ২০১৮ ১৭:৪৭

২ পোলিও কর্মীকে গুলি করে ৩ জনকে অপহরণ জঙ্গিদের

অনলাইন ডেস্ক

২ পোলিও কর্মীকে গুলি করে ৩ জনকে অপহরণ জঙ্গিদের

প্রতীকী ছবি

পোলিও মুক্ত নয় বিশ্বের এমন দেশগুলির তালিকায় এখনও রয়েছে পাকিস্তান। সেই পাকিস্তানেই হামলার শিকার পোলিও কর্মীরা।

রবিবার পাকিস্তান-আফগান সীমান্তের সাফি তেহসিলে ২ পোলিও কর্মীকে গুলি করে মারল জঙ্গিরা। এছাড়া আরও ৩ কর্মিকে তুলে নিয়ে গেল তারা। গোলাগুলির মধ্যে ২ কর্মী পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। তারা এসে শেষপ‌র্যন্ত তাদের এসেন্সিতে এসে খবর দেন।

পাকিস্তানের বহু জায়গায় এখনও মনে করা হয় পোলিও দেওয়ার নাম করে গোয়েন্দাগিরি করছে বিদেশি সংস্থাগুলি। এছাড়াও কোনও কোনও এলাকায় এমনও মনে করা হয়ে পোলিও টিকা দিয়ে নির্বিজকরণ করা হচ্ছে মুসলিম শিশুদের। ফলে হামলা থেকে রক্ষা নেই করাচির মতো শহরেও।

গত মাসে করাচির একটি স্কুলে খোদ স্কুল কর্তৃপক্ষ পোলিও কর্মীদের উপরে হামলা চালায়। এই শহরেই অতীতে পোলিও কর্মীদের উপরে একাধিক হামলা করেছে জঙ্গিরা।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর