২০ মার্চ, ২০১৮ ১০:৫৬

আফরিন দখলের পর নতুন ঘোষণা তুরস্কের

অনলাইন ডেস্ক

আফরিন দখলের পর নতুন ঘোষণা তুরস্কের

তুর্কি সামরিক বাহিনী সিরিয়ার আফরিন দখল করলেও এলাকটি ‘প্রকৃত মালিকদের’ কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির সহকারী প্রধানমন্ত্রী বাকির বোজদাগ।

এ ব্যাপারে সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বাকির বোজদাগ সাংবাদিকদের জানান, আফরিন শহর দখল করার মাধ্যমে তুরস্ক তার সীমান্তের হুমকি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, কুর্দি বাহিনীকে দেয়া যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অস্ত্রই উদ্ধার করেছে তুর্কি বাহিনী। ওয়াইপিজি এসব অস্ত্র ফেলেই আফরিন থেকে পালিয়েছে।

এর আগে রবিবার তুর্কি সামরিক বাহিনী ও তাদের সিরীয় মিত্ররা আফরিন শহরে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নেয়। 

উল্লেখ্য, ২০ জানুয়ারি কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণাধীন আফরিনে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। তুর্কিদের কাছে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী এবং তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা বলে পরিচিত। তুরস্কের অভিযানের লক্ষ্য ছিল, আফরিন থেকে কুর্দি বিদ্রোহীদের উৎখাত করা। শহরটি দখল তুর্কিদের বড় ধরনের সাফল্য। 

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর