২০ মার্চ, ২০১৮ ১৪:০৪

পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি কিমের

অনলাইন ডেস্ক

পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি কিমের

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য দেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কাইয়ুং ওহা জানান, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের ব্যাপারে কিম প্রতিশ্রুতি দিয়েছেন। কিমের কাছে বিষয়টি সুস্পষ্টভাবে জানতে চাওয়ার পর তিনি এই অঙ্গীকার করেন। এই ধরনের প্রতিশ্রুতি কিমের কাছ থেকে এই প্রথম পাওয়া গেল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে উত্তর কোরিয়া সম্মত হয়েছে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেন।

ফিনল্যান্ডে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতে পারে বলে এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল। 

সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর