২০ মার্চ, ২০১৮ ১৫:১২

উত্তেজনা বাড়িয়ে সামরিক মহড়ায় নামছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

উত্তেজনা বাড়িয়ে সামরিক মহড়ায় নামছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

ফাইল ছবি

আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া আগামী মাসের শুরুর দিকেই শুরু হচ্ছে।

এ ব্যাপারে ওয়াশিংটন ও সিউল জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ যৌথ সামরিক মহড়ায় গত বছরের সমসংখ্যক সৈন্য অংশ নেবে।

এদিকে, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে সম্প্রতি সম্পর্কের বরফ গলা শুরু হয়েছে। আর তারই মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই মহড়ার ঘোষণা আসলো।

উল্লেখ্য, প্রতি বছর এ মহড়ায় হাজার হাজার স্থল সেনা অংশ নেয়। মহড়াটি দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টির অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ এ মহড়াকে উত্তর কোরিয়া বরাবরই উসকানিমূলক আখ্যায়িত করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে।

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর