২১ মার্চ, ২০১৮ ০২:৩৮

৬ দিনের রহস্যজনক মার্কিন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৬ দিনের রহস্যজনক মার্কিন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। তার এই সফরকে ব্যক্তিগত সফর বলা হলেও পাকিস্তানে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।

গত সোমবার ছয় দিনের সফরে পাকিস্তান ছেড়েছেন আব্বাসি। ট্রাম্প প্রশাসনের শক্তিশালী কারও কারও সঙ্গে তার ‘গুরুত্বপূর্ণ’ কাজ আছে বলে বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে।

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ নওয়াজ এবং বিশেষ করে শরিফ পরিবার বর্তমানে রাজনৈতিক সংকট মোকাবিলা করছে। এই সংকট মোকাবিলায় পাকিস্তান প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সমর্থন লাভের চেষ্টা করবেন বলে মনে করছেন রাজনৈতিকমহল। 

অবশ্য, এই সফর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আব্বাসির ঘনিষ্ঠ সূত্র থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ফিলাডেলফিয়ায় পাক প্রধানমন্ত্রীর এক বোনের অপারেশন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এই অপারেশন হবে এবং তাকে দেখতে এই সফরে গেছেন তিনি।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর