২১ মার্চ, ২০১৮ ০৪:৪৬
খবর বিবিসি'র

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীর হামলায় আহত ৩

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীর হামলায় আহত ৩

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের একটি হাইস্কুলে বন্দুকধারী এক শিক্ষার্থীর গুলিতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। সেই দুই শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্র ও অপরজন ছাত্রী। গুলিবিদ্ধ সেই দুই শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে ওয়াশিংটন থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে মেরিল্যান্ডের সেন্ট মেরি কাউন্টির গ্রেট মিলস হাইস্কুলে এ হামলা হয়। বন্দুকধারী শিক্ষার্থী অস্টিন রোলিনস স্কুলের নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছে। সেই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে জানা গেছে।
 
স্থানীয় পুলিশের প্রধান ক্যামেরন বলেন, সকালে স্কুল শুরুর কিছুক্ষণ পরই ১৭ বছর বয়সী শিক্ষার্থী অস্টিন রোলিনস ১৪ বছর বয়সী এক ছাত্র ও ১৬ বছর বয়সের এক ছাত্রীকে গুলি করে। পরে এক নিরাপত্তারক্ষী রোলিনসকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

তিনি আরও বলেন, বন্দুকধারী তার নিজের না কি নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 
গুলিবিদ্ধ ছাত্রের অবস্থা ভালো থাকলেও ছাত্রীর অবস্থা গুরুতর বলে সেন্ট মেরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
 
 উল্লেখ্য, এই ঘটনার মাসখানেক আগে ফ্লোরিডার স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়। সেই হামলার রেশ কাটতে না কাটতেই আবারও স্কুলে বন্দুকধারী হামলা চালালো।

 

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর