২২ মার্চ, ২০১৮ ১২:৩২

পার্লামেন্টে ভোটাভুটি বন্ধে কাঁদানে গ্যাস নিক্ষেপ এমপিদের! (ভিডিও)

অনলাইন ডেস্ক

পার্লামেন্টে ভোটাভুটি বন্ধে কাঁদানে গ্যাস নিক্ষেপ এমপিদের! (ভিডিও)

কসোভোর পার্লামেন্টের ভেতরে দেশটির বিরোধীদলের এমপিরা একটি সীমান্ত চুক্তি বিল পাসে ভোটাভুটি বন্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করেছেন। সরকারের কাজে বাধা দিতেই কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানা যায়। এসময় টিয়ারগ্যাসে পুরো পার্লামেন্ট ভবন আচ্ছন্ন হয়ে যায় এবং পার্লামেন্ট সদস্যরা অধিবেশন থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। খবর দ্য অস্ট্রেলিয়ান।

জানা যায়, বুধবার কসোভার পার্লামেন্টে বিরোধীদলের এমপিরা প্রতিবেশী দেশ মন্টেনিগ্রোর সঙ্গে সীমান্ত চুক্তির অনুমোদন রোধ করার প্রতিবাদে এ টিয়ারগ্যাস নিক্ষেপ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁদানে গ্যাস থেকে বাঁচতে এমপিরা নাক-চোখে হাত দিয়ে পার্লামেন্ট ত্যাগ করছেন।

এদিকে, এমন ঘটনার পরেও স্পিকারের অনড় অবস্থানের কারণে ১২০ আসনের পার্লামেন্টে বুধবার বিলটির ওপর ভোটাভুটি হয় এবং চুক্তিটি ৮০-১১ ভোটে অনুমোদিত হয়।  প্রসঙ্গত, কসোভো ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীন হয়। দেশটির বিরোধীদলের এমপিরা এর আগেও পার্লামেন্টে কাঁদানে গ্যাস ছুড়েছেন বলে জানা যায়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর