২২ মার্চ, ২০১৮ ১২:৩৫

সিরিয়ায় রাসায়নিক হামলায় জাতিসংঘ প্রধানের উদ্বেগ

অনলাইন ডেস্ক

সিরিয়ায় রাসায়নিক হামলায় জাতিসংঘ প্রধানের উদ্বেগ

ফাইল ছবি

সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগের বিষয়ে বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি ‘এ ধরণের মারাত্মক অপরাধ’ মোকাবেলায় পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’র (ওপিসিডব্লিউ) প্রধানের সঙ্গে গুতেরেসের সাক্ষাতের পর এ আহ্বান জানানো হলো। 

সংস্থাটি ২০১৪ সাল থেকে সিরিয়ায় ৭০টির বেশি বিষাক্ত গ্যাস হামলার ঘটনা তদন্ত করেছে।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ মহাসচিব সিরিয়ান আরব রিপাবলিকানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে উদ্বিগ্ন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরণের রাসায়নিক অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য ও জঘন্য। এমন মারাত্মক অপরাধের সাথে যারা জড়িত তারা ক্ষমার অযোগ্য।’

ওপিসিডব্লিউ প্রধান আহমাত উজুমকু বলেন, সিরিয়ার পূর্ব গৌতায় সম্প্রতি কয়েক দফা রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। 

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর