২৩ মার্চ, ২০১৮ ১২:১৯

ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৩

অনলাইন ডেস্ক

ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৩

সংগৃহীত ছবি

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে শুক্রবার অগ্নিকাণ্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় অারও অনেকে দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

কারিনা প্লাজা নামে এ বহুতল ভবনের নীচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌঁড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, ‘ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধোয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এতে আরও অনেকে দগ্ধ হয়েছেন।

কর্মকর্তারা অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানতে পারেননি বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর