শিরোনাম
২৩ মার্চ, ২০১৮ ১৭:৩২

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ফের উত্তপ্ত আন্তর্জাতিক মহল

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ফের উত্তপ্ত আন্তর্জাতিক মহল

ফাইল ছবি

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তরে কোরিয়া। তারই জের ধরে সবথেকে শক্তিশালী মিসাইলের পরীক্ষা করেছে তিমের দেশ। বলা হচ্ছে, এই মিসাইল নাকি যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত করতে সক্ষম। অনেকের মতে, উত্তর কোরিয়ার এই শক্তি পরীক্ষা বিশ্বকে আরও একবার যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এই সবের মধ্যে সম্প্রতি একটি ছবি আরও উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে থেকে মিসাইলের পরীক্ষা দেখছেন। শুধু দাঁড়িয়ে দেখে দেখা নয়, প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে মিসাইলের পরীক্ষা সফল হওয়ার পর আনন্দ করছেন কিম। শুভেচ্ছা জানাচ্ছেন দেশের সামরিক বিশেষজ্ঞদের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই ছবি প্রকাশিত হয়েছে।

ছবি প্রকাশের পাশপাশি সংবাদমাধ্যমে উত্তর কোরিয়া বলছে, নতুন ক্ষেপণাস্ত্রটি চার হাজার ৪৭৫ কিলোমিটার উপরে উঠেছে আর ৫৩ মিনিটে ৯৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। 

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর