২৪ মার্চ, ২০১৮ ১৪:৫২

বহু প্রাণ বাঁচিয়ে সেই ফরাসি পুলিশের মৃত্যু

অনলাইন ডেস্ক

বহু প্রাণ বাঁচিয়ে সেই ফরাসি পুলিশের মৃত্যু

লে. কর্নেল অ্যারোন্দ বেল্ট্রেম

বহু মানুষের জীবন বাঁচানো সেই সাহসী ফরাসি পুলিশ কর্মকর্তা লে. কর্নেল অ্যারোন্দ বেল্ট্রেম মারা গেলেন৷ শুক্রবার দক্ষিণ ফ্রান্সেরত্রেবেসে একটি সুপার মার্কেটে আইএস হামলায় তিনিই অনেকের জীবন রক্ষা করেছিলেন৷ জঙ্গিদের খতম অভিযানে তিনিও গুরুতর জখম হয়েছেলিন৷ আজ শনিবার তার মৃত্য হয়েছে৷ খবর বিবিসির। 

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফ্রান্সে৷ শুক্রবার হামলার সময় ত্রেবেসে শহরের সুপার মার্কেটে পুলিশ অফিসার অ্যারোন্দ বেল্ট্রেমের ভূমিকা দেখেছে গোটা দুনিয়া৷ অন্যান্য সহকর্মীদের পাশে নিয়েই তিনি টানা লড়াই চালান৷ সেই সময় জঙ্গিরা এক মহিলাকে পণ বন্দিকে মুক্তি দিতে চায়৷ তার বদলে অ্যারোন্দ বেল্ট্রেম চলে যান জঙ্গিদের কাছে৷ 

কৌশলে তিনি তার মোবাইল ফোনে কল দিয়ে রাখেন বাইরে থাকা অপর এক পুলিশ সদস্যের ফোনে। তার উদ্দেশ্য ছিল ভিতরে কী ঘটছে সেটা যেন বাইরে থাকা রক্ষীরা বুঝতে পারেন৷ এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেয়। সেই ফোন লাইনে গুলির শব্দ শুনে পুলিশ সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে মার্কেটের ভেতরে ঢুকে পড়েন৷ পরে তাদের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়৷

দু পক্ষের সংঘর্ষে জখম হয়েছিলেন অ্যারোন্দ বেল্ট্রেম৷ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই আজ শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ সাহসী এই পুলিশ অফিসারের ভূমিকায় ফরাসি সরকার নায়ক আখ্যা দিয়েছে৷ অ্যারোন্দ বেল্ট্রেমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বলেছেন, ‘তিনি তাঁর জীবনের বিনিময়ে পণবন্দি এবং সহকর্মীদের জীবন বাঁচিয়েছেন। দেশকে সম্মানিত করেছেন।’

ত্রেবেসে শহরের জঙ্গি হামলায় আহত হয়েছেন আরও দু জন৷ এদের একজন পুলিশ সদস্য এবং অন্যজন এক মহিলা। হামলাকারীর নাম রেদোয়ানি লাকদিম। সে মরক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক। উল্লেখ্য গতকাল শুক্রবার সুপার মার্কেট ঢোকার আগে, গাড়ি থেকে বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল লাকদিম। এতেই আহত হয় পুলিশ কর্মী৷


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর