২৪ মার্চ, ২০১৮ ১৬:০৪

ইংরেজিতে কথা বলার অপরাধে বন্ধুকে ৫৪ বার ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক

ইংরেজিতে কথা বলার অপরাধে বন্ধুকে ৫৪ বার ছুরিকাঘাত

প্রতীকী ছবি

ইংরেজি ছাড়া কথাই বলে না বন্ধু। এদিকে নিজের ইংরেজিতে দক্ষতা কম। সেই রাগে বন্ধুকে বছর হত্যা করে ফেললো আরেক বন্ধু। সবসময় ইংরেজিতে কথা বলার অপরাধে বন্ধুকে ছুরি দিয়ে ৫৪ বার আঘাত করলো আরেক বন্ধু। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের বান্দ্রায়।

গত বুধবার রাতে ইংরেজি বলার অপরাধে বন্ধুর হাতে খুন হয় একুশ বছরের মোহম্মদ আফরোজ আলম শেখ। অভিযুক্ত বন্ধু মোহম্মদ আবদুল ওয়াহিদ রহিন জানিয়েছে, ইংরেজিতে ভাল দক্ষতা না থাকায় সবসময় তাকে ইংরেজিতেই কথা বলে উত্যক্ত করত।

সপ্তাহখানেক ধরে রাগ পুষে রেখে বুধবার রাতে আফরোজ তার সঙ্গে কথা বলতে এলে ঝাঁপিয়ে পড়ে আমির। একের পর এক এলোপাথারি ছুরির কোপ মারতে থাকে বন্ধুকে। কোপের পর কোপে আলগা হয়ে যায় প্রতিরোধ। আফরোজের দেহ নিথর হয়ে যাওয়া পর্যন্ত থামেনি আমির।

পুলিশ সূত্রে খবর, আফরোজের দেহে ৫৪টি কোপের আঘাত মিলেছে। পুলিশের কাছে সমস্ত দোষ স্বীকার করে নিজেই আত্মসমর্পণ করেছে আমির। ঘটনায় হতভম্ব সকলে।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর