২৪ মার্চ, ২০১৮ ১৭:৩৪

আফরিনে পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি তুর্কি বাহিনীর

অনলাইন ডেস্ক

আফরিনে পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি তুর্কি বাহিনীর

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আফরিন শহরে পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত নিয়ন্ত্রণকারী মার্কিন মদদপুষ্ট গেরিলাদের বিরুদ্ধে দুই মাসের বেশি লড়াইয়ের পর এটি দখলের দাবি করা হলো।

তুর্কি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে তুরস্কের এনটিভি জানিয়েছে, সব গ্রাম থেকে গেরিলাদের হটিয়ে দেয়ার পর এখন পুরোপুরি ভাবে আফরিন নিয়ন্ত্রণ করছে তুর্কি সশস্ত্র বাহিনী।

তুর্কি দৈনিক ইয়েনি সাফাক জানিয়েছে, আফরিনের বিরুদ্ধে তুরস্ক অপারেশন অলিভ ব্রাঞ্চ নামের অভিযান শুরুর পর মোট ৩৭৩৩ জন কথিত সন্ত্রাসীকে 'নিষ্ক্রিয়' করা হয়েছে। গেরিলাদের আত্মসমর্পণ করা, কিংবা বন্দি বা নিহত হওয়া বোঝাতে 'নিষ্ক্রিয়' শব্দটি ব্যবহার করে তুর্কি কর্তৃপক্ষ। অবশ্য, দামেস্ক বা স্থানীয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রায় দুই মাসের বেশি সময় ধরে সিরিয়ার আফরিন অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি-কে নির্মূল করতে এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে তুর্কি সরকার

বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর