শিরোনাম
২৫ মার্চ, ২০১৮ ০২:৫৬

ইতালিতে ১ ঘণ্টা এগিয়ে ঘড়ির কাটার পরিবর্তন

অনলাইন ডেস্ক

ইতালিতে ১ ঘণ্টা এগিয়ে ঘড়ির কাটার পরিবর্তন

ইতালিতে শনিবার স্থানীয় সময় রাত ২টায় ১ ঘণ্টা এগিয়ে ঘড়ির কাটার পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে দেয়া হচ্ছে। প্রতি বছর দেশটিতে দুইবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা করে পরিবর্তন করা হয়ে থাকে। নিয়মানুসারে বছরের প্রথম তিন মাসের শেষ দিকে এবং বছর শেষ হওয়ার দুই মাস আগে এ সময় পরিবর্তন করা হয়।

জানা যায়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ঘড়িতে যখন ২টা বাজবে তখন এক ঘণ্টা এগিয়ে রাত ৩টা করা হবে। দিবালোক সঞ্চয় করতে প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এদিকে, সময়ের পরিবর্তনের ফলে ২৫ মার্চ রাত বারটার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর