২৫ মার্চ, ২০১৮ ০৯:১০

মাংস খাওয়ার জন্য ৩৬ শকুনকে বিষ খাইয়ে হত্যা‌

অনলাইন ডেস্ক

মাংস খাওয়ার জন্য ৩৬ শকুনকে বিষ খাইয়ে হত্যা‌

সংগৃহীত ছবি

বিষক্রিয়ায় হিমালয়ের এক বিশেষ প্রজাতির শকুনের মৃত্যু হল। ভারতের আসামের শিবসাগর জেলায় ৩৬ টি শকুনের মৃতদেহ পাওয়া গেছে। ৭টি শকুনকে গুরুতর অসুস্থ অবস্থায় বনকর্মীরা উদ্ধার করেছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার ঘটেছে এই ঘটনা। 

জানা যায়, স্থানীয় বাসিন্দারা মাঠে শকুনের মৃতদেহ দেখতে পান। তারাই বনদপ্তরে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি পাখির মাংস খাওয়ার জন্যই এই পরিকল্পনা করেছে। খোলা মাঠে একটি মৃত ছাগলকে ফেলে রাখা হয়েছিল। ছাগলটিকে বিষ দিয়ে মারা হয়েছিল। মৃত ছাগলটিকে খেতে এসেই শকুনদের এই হাল হয়েছে বলে তাদের অভিযোগ। 

স্থানীয়দের আরও অভিযোগ, শিবসাগর জেলার বনকর্মীরা শকুনদের বাঁচানোর জন্য কোনও পরিকল্পনাই করেনি। গতমাসেও এরকম ঘটনা ঘটেছিল। পাখির মাংস খাওয়ার জন্য কিছু অসাধু লোক এভাবেই পাখি শিকার করেছিলেন। ‌‌‌ 


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর