শিরোনাম
১৮ এপ্রিল, ২০১৮ ০২:২৩

৪০০০ পাকিস্তানিকে ওয়াশিংটনে বিক্রি করেছেন পারভেজ মোশাররফ!

অনলাইন ডেস্ক

৪০০০ পাকিস্তানিকে ওয়াশিংটনে বিক্রি করেছেন পারভেজ মোশাররফ!

ফাইল ছবি

পাকিস্তান থেকে অস্বাভাবিকভাবে হারিয়ে যাওয়া বহু মানুষের খোঁজ করতেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ নাকি হাজার হাজার পাকিস্তানিকে বিক্রি করে দিয়েছেন।

পাকিস্তানের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবাল জানিয়েছেন, ডলারের বিনিময়ে অন্তত ৪০০০ পাকিস্তানিকে ওয়াশিংটনে বিক্রি করে দেন পারভেজ মোশারফ। এই ঘটনাকে “secret handover” বলে উল্লেখ করেছেন ইকবাল। পাকিস্তানের সংসদের মানবাধিকার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিকে এই তথ্য দিয়েছেন তিনি।

পাকিস্তানের ‘কমিশন অফ মিসিং পার্সনস’-এর প্রধান জাভেদ ইকবাল প্রশ্ন তুলে বলেছেন, ‘কিভাবে কোনও ব্যক্তি গোপনে দেশের মানুষকে বিক্রি করে দিতে পারেন?’ এমনকি মোশারফের শাসনকালে পাক সরকারের কেউ এটা নিয়ে প্রশ্নও তোলেনি। অথচ পাকিস্তানের আদালতে গত চার বছর ধরে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে মামলা চলছে।


সূত্র: ইন্ডিয়া টুডে


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর