১৯ এপ্রিল, ২০১৮ ১০:২৯

ছেলেরা দেরি করে ফিরলেও প্রশ্ন করা উচিত, 'কোথায় ছিলে?'

অনলাইন ডেস্ক

ছেলেরা দেরি করে ফিরলেও প্রশ্ন করা উচিত, 'কোথায় ছিলে?'

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ৮ বছরের শিশু আসিফাকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল ভারত। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লন্ডনে অবস্থান করছেন। সেখানে গতকাল বুধবার ভারতীয় প্রবাসীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও এ নিয়ে কথা বলেন মোদি।

অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন মোদি। তিনি এও জানান, ভারতের যৌন হয়রানির সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির জন্য লজ্জাজনক।

মোদি আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা উদ্বেগজনক। ধর্ষণ ধর্ষণই। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কীভাবে নারীদের শোষিত হওয়া আমরা সহ্য করবো? কোন সরকারের আমলে কী পরিমাণ ধর্ষণ হয়েছে এ নিয়ে তুলনাও অবান্তর। আমরা বলতে পারি না যে ওই সরকারের আমলে এতগুলো ধর্ষণ হয়েছেন, আমাদের সময় এতটা। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর হতে পারে না। 

মোদি আরও বলেন, মেয়ে দেরি করে বাড়ি ফিরলে মা প্রশ্ন করেন কোথায় গিয়েছিলে। রাতে ফোনে কথা বললে প্রশ্ন করেন কার সঙ্গে কথা বলছ। ছেলেরা দেরি করে ফিরলেও প্রশ্ন করা উচিত, 'কোথায় ছিলে?' সবার মনে রাখা উচিত যে অপরাধ করছে সে কারও না কারও ছেলে।

বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর