১৯ এপ্রিল, ২০১৮ ১৩:৫৬

মিয়ানমারে শক্তিশালী ঝড়ে ১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে শক্তিশালী ঝড়ে ১ জনের প্রাণহানি

মিয়ানমারের তিনটি অঞ্চলের ওপর দিয়ে গত তিন দিনে প্রচণ্ড শক্তিশালী ঝড় বয়ে গেছে। এতে একজনের প্রাণহানী ঘটেছে। এছাড়া ৮শ’র বেশি বাড়িঘর ও কয়েকটি মঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ কথা জানায়।

পাউংদে, ন্যাটালিন, হিনথাদা ও হোমালি শহরসহ বাগো, আয়েইয়াওয়াদি ও সাগাইং অঞ্চলে ঝড়টি আঘাত হানে। সপ্তাহান্তে মাগওয়ে অঞ্চলের মিয়াইং শহরে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে ১৮টি বাড়ির ছাদ উড়ে যায়। খবর সিনহুয়া’র।

স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সহায়তা দিয়েছে।

এদিকে, মিয়ানমারের আবহাওয়া দফতর মধ্য এপ্রিল থেকে মধ্য মে মৌসুমের আগেই আরো দুটি বজ্রসহ শক্তিশালী ঝড় আসতে পারে বলে সতর্ক করেছে। নাগরিকদের ঝড়ের আঘাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া ব্যুরো দিনের সময় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে।

বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর