২০ এপ্রিল, ২০১৮ ১২:০৫

ভারতের ৪৮ জনপ্রতিনিধির বিরুদ্ধেই নারীঘটিত অপরাধের মামলা

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের ৪৮ জনপ্রতিনিধির বিরুদ্ধেই নারীঘটিত অপরাধের মামলা

ভারতের ৪৮ জনপ্রতিনিধিই নারীঘটিত অপরাধের মামলায় অভিযুক্ত। এর মধ্যে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জনপ্রতিনিধির সংখ্যা সবচেয়ে বেশি। দলটির ১২ জন রাজনীতিবিদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। বিজেপির পরেই রয়েছে শিবসেনা (৭)। তৃণমূল কংগ্রেসের ৬ জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের মামলা রয়েছে। 

রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করা এনজিও ‘দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর)-এর রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি করেছে এডিআর।

ভারতের ৪৮৯৬ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৪৮৪৫ জনের (৭৬৮ জন সাংসদ ও ৪০৭৭ জন বিধায়ক) তথ্য পরীক্ষা করে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা যায়, ১৫৮০ সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৪৮ জনের বিরুদ্ধে রয়েছে নারীর শ্লীলতাহানি, অপহরণ, বিয়ে করতে বাধ্য করা, ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা, পাচারসহ নারী ঘটিত বিভিন্ন অপরাধের মামলা। 

নারী ঘটিত বিভিন্ন অপরাধের মামলা রয়েছে এমন সাংসদ ও বিধায়কের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ভারতের মহারাষ্ট্রে (১২ জন)। এর পরেই পশ্চিমবঙ্গ (১১ জন), উড়িষ্যা (৫) ও অন্ধ্রপ্রদেশ (৫)।

জম্মু-কাশ্মীরের কাঠুয়া, উত্তরপ্রদেশের উন্নাও, গুজরাটের সুরাট-এ গণধর্ষণ ও খুনের ঘটনায় সারা ভারত যখন উত্তাল ঠিক এরকম একটি সময়ে এডিআর’এর রিপোর্টে শোরগোল পড়ে গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল উন্নাও’এর ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগও উঠেছে বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে। তাকে আটক করা হয়েছে। কুলদীপের আগেই আটক করা হয়েছে তার ভাই ও এই ঘটনার মূল হোতা অতুল-কে। 

বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৮/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর