২০ এপ্রিল, ২০১৮ ১২:০৫

সামরিক প্রযুক্তি ক্রয়ে চীনের দিকে ঝুঁকছে পাকিস্তান, সতর্ক যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

সামরিক প্রযুক্তি ক্রয়ে চীনের দিকে ঝুঁকছে পাকিস্তান, সতর্ক যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে সামরিক প্রযুক্তি ক্রয়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে পাকিস্তান। আর সেই শূন্যতা চীনের কাছ থেকে অস্ত্র কিনে পূরণ করতে যাচ্ছে ইসলামাবাদ।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের এফ-১৬ কেনার চিন্তা বাদ দিয়েছে পাকিস্তান। তার পরিবর্তে একই সক্ষমতার চীনের জেএফ-১৭ ক্রয়ে মনোযোগ দিয়েছে দেশটি।

উল্লেখ্য, বেইজিং থেকে কয়েক দশক থেকেই অস্ত্র ক্রয় করছে পাকিস্তান। পাশাপাশি আশি ও নব্বইয়ের দশকে পাকিস্তানকে পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তাও করেছে চীন।

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর