২০ এপ্রিল, ২০১৮ ১৩:০৯

'ভিত্তিহীন অজুহাতে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে'

অনলাইন ডেস্ক

'ভিত্তিহীন অজুহাতে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে'

সিরিয়া ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক বিশ্ব। আর এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর র‌্যান্ড পল। তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিশ্বকে ক্ষেপিয়ে তুলতে রাসায়নিক হামলার ভিত্তিহীন অজুহাতে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রাসায়নিক হামলার ব্যাপারে সিএনএন'কে র‌্যান্ড পল বলেন, ‘আমি এখনও রাসায়নিক হামলার বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং বলতে চাই, হয় আসাদ বিশ্বের নিকৃষ্ট স্বৈরশাসক, না হয় তিনি এ হামলাই করেননি। তিনি যে এ হামলা করেছেন, আমাকে তার প্রমাণ খুঁজে দেখতে হবে।’

র‌্যান্ড পল বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা দিয়ে নিশ্চিত হওয়া যায়, সিরিয়ার পূর্ব ঘৌটার দৌমা শহরে রাসায়নিক হামলা চালিয়েছে বাশার আল আসাদের সরকার।

র‌্যান্ড পল সিরিয়ায় রাসায়নিক হামলাকে প্রশ্নবিদ্ধ করে আরও বলেন, সিরিয়ায় সাধারণ বোমা দিয়ে যত লোক হত্যা করা হচ্ছে, রাসায়নিক হামলার মাধ্যমে তার চেয়ে কম মানুষ মারা যাচ্ছে। তাহলে কোন যুক্তিতে প্রেসিডেন্ট আসাদ রাসায়নিক হামলা করবে- সেটাই বড় প্রশ্ন।

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর