২০ এপ্রিল, ২০১৮ ১৩:৫১

সেই ত্রিভুবন বিমানবন্দরে এবার ছিটকে পড়ল মালয়েশীয় বিমান

অনলাইন ডেস্ক

সেই ত্রিভুবন বিমানবন্দরে এবার ছিটকে পড়ল মালয়েশীয় বিমান

সংগৃহীত ছবি

নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি দুর্ঘটনার জন্য অধিক পরিচিত। বহু বিমান এই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে। আর এবার পৃথিবীর অন্যতম দুর্ঘটনাপ্রবণ এই বিমানবন্দরে ছিটকে পড়ল মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান।

শুক্রবার মালিন্দো এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি ১৩৯ আরোহী নিয়ে উড্ডয়নকালে ছিটকে পড়ে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। জানা গেছে, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি সময়ে কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এতে ৫০ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি।

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর