২১ এপ্রিল, ২০১৮ ০৪:১৯

গ্রামের নাম 'মালালা'

অনলাইন ডেস্ক

গ্রামের নাম 'মালালা'

ফাইল ছবি

নোবেল জয়ী মালালা ইউসুফ জাই'র নামে গ্রামের নাম রাখলেন গ্রামবাসীরা৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলার একটি গ্রামের নাম এই কনিষ্ঠতম নোবেলজয়ীর নামে রাখা হয়েছে বলে জানা গেছে৷

এই তথ্য টুইটারে পোস্ট করেন সমাজকর্মী বসির আহমেদ৷ তিনি লেখেন, এই সুন্দর গ্রামটির নাম দেওয়া হয়েছে মালালা৷

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের তরুণ কর্মী মালালা ইউসুফজাই মার্চেই নিজের দেশে ফেরেন৷ তালেবান জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হওয়ার প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো পাকিস্তানে পা রাখেন তিনি। 

উল্লেখ্য, নারীদের শিক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় ২০১২ সালে কিশোরী মালালার মাথায় গুলি করেছিল তালেবান বন্দুকধারীরা। পরে চিকিৎসার জন্য তাকে পাকিস্তানের বাইরে নেয়া হয়। সৌভাগ্যক্রমে রক্ষা পান তিনি।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর