২১ এপ্রিল, ২০১৮ ০৯:৫২

পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। আর এরইমধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ ব্যাপারে রুশ সংবাদ মাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, গত মাসে পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই আমন্ত্রণ জানান।

শুক্রবারের এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে হোয়াইট হাউসে বৈঠকের আমন্ত্রণ জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও জানিয়েছেন- ট্রাম্প বলেছেন, পুতিন হোয়াইট হাউসে এলে তিনি খুবই আনন্দিত হবেন। 

ট্রাম্প এবং পুতিন গত ২০ মার্চ ফোনালাপ করেন।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর