২১ এপ্রিল, ২০১৮ ১৪:৫৪

কিউবার নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে হাভানায় মাদুরো

অনলাইন ডেস্ক

কিউবার নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে হাভানায় মাদুরো

ফাইল ছবি

কিউবার নতুন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার হাভানায় পৌঁছেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মিত্র দেশগুলোর মধ্যে অন্যতম এ দেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই তার এই সফর।

কারাকাস ত্যাগের আগে মাদুরো বলেন, দিয়াজ-কানেলের প্রতি সংহতি ও সমর্থন জানাতে তিনি এ সফরে যাচ্ছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বিমানবন্দরে মাদুরোকে স্বাগত জানান। বিমানবন্দরে পৌঁছানোর পর মাদুরো বলেন, ‘এক সঙ্গে কাজ অব্যাহত রাখতে আমি অনেক আগ্রহ নিয়ে এখানে এসেছি।’

প্রসঙ্গত, ক্যাস্ট্রো পরিবারের কয়েক দশকের শাসনের অবসান এবং দলের দীর্ঘদিনের অনুগত দিয়াজ-কানেল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পর মাদুরো দ্রুত এ সফরে গেলেন।

উল্লেখ্য, তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় কর্মরত কিউবার চিকিত্সকদের সহযোগিতার বিনিময়ে দেশটির কম মূল্যের জ্বালানি তেলের ওপর হাভানা ব্যাপকভাবে নির্ভরশীল। তবে অর্থনৈতিকভাবে ভেনিজুয়েলা অনেক দুর্বল।

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর