২১ এপ্রিল, ২০১৮ ১৭:৫৭

কিরগিজিস্তানের নতুন প্রধানমন্ত্রী আবিলগাজিয়েভ

অনলাইন ডেস্ক

কিরগিজিস্তানের নতুন প্রধানমন্ত্রী আবিলগাজিয়েভ

মুখাম্মেদকালি আবিলগাজিয়েভকে কিরগিজিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে দেশটির সাংসদ। গত সপ্তাহে অনাস্থা ভোটে সাপার ইসাকোভের মন্ত্রিসভা হেরে যাওয়ার পর এ ঘোষণা আসল।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাপার ইসাকোভা।

উল্লেখ্য, মাত্র ৬০ লাখ জনসংখ্যার দেশ কিরগিজিস্তান। রাশিয়ার একটি সামরিক ঘাঁটিও রয়েছে সেখানে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ভৌগোলিকভাবে মধ্য এশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে যে পাঁচ দেশ; তার মধ্যে কিরগিজস্তানকেই সবচেয়ে বেশি গণতান্ত্রিক বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তবে দেশটি রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অস্থিতিশীল। সরকারবিরোধী আন্দোলনের মুখে ২০০৫ সালে ও ২০১০ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছে দু'জন প্রেসিডেন্টকে।

বিডিপ্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর